1. dwipnews24.info@gmail.com : Dwip News 24 :
  2. editor@dwipnews24.com : Newsroom :
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মহেশখালীতে সেলাই মেশিন বিতরণ | দ্বীপ নিউজ
May 28, 2023, 7:44 pm
শিরোনাম :
‘শানে সাহাবা খতিব কাউন্সিল’ মহেশখালী উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত মহেশখালীতে একাধিক মামলার পালাতক আসামি মকসুদ গ্রেফতার HCYCS এর উদ্যোগে এসএসসি ও সমমানের শিক্ষার্থী এবং হোয়ানকের জনপ্রতিনিধিদের সম্মাননা প্রদান কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম ও মহেশখালী অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মহেশখালীতে ঈদ উপলক্ষে সড়কে ডাকাতিরোধে থানা পুলিশের অভিযান- রিদোয়ান ডাকাত আটক মহেশখালীতে লোহার রড মাথায় পড়ে ১ বৃদ্ধার মৃত্যু দক্ষিণ মিঠাছড়ি নাগরিক ফোরামের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাস দুর্ঘটনায় মহেশখালীর ২ প্রবাসী নিহত, এলাকায় চলছে শোকের মাতম   মহেশখালীতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নাগরিক সমাজের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত  মাতারবাড়ি সড়কে ডাকাতির অভিযোগে রুবেল নামের এক যুবককে আটকের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন 

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে মহেশখালীতে সেলাই মেশিন বিতরণ

  • আপডেটের সময় : রবিবার, আগস্ট ৮, ২০২১
  • 146 ভিউ

আ ন ম হাসান:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে মহেশখালী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর ৷

এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় ৷ আলোচনা সভা শেষে অসহায় কর্মহীন প্রশিক্ষিত যুবতীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী- কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের খতিব মাও মোরতাজ আহমদ। আলোচনা ও দোয়া মাহফিল শেষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অসহায় কর্মহীন প্রশিক্ষিত মহিলাদের মাঝে ৭ টি সেলাই মেশিন ও ০৩ জন অসহার নির্যাতিত নারীকে ৩০০০ হাজার টাকা করে নগদ টাকা বিতরণ করেন প্রধান অতিথি সাংসদ আশেক উল্লাহ রফিক সহ বিশেষ অতিথিবৃন্দ।

এদিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় ৷

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আশেক উল্লাহ রফিক বলেন- সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা একজন সাহসী মহীয়সী নারী। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর থেকেই সারাটা জীবন বিভিন্ন সংগ্রামে সঙ্গ দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, দিয়েছেন শক্তি ও সাহস।

একজন ত্যাগী সংগ্রামী মহিয়সী সহধর্মিনীর উপর সংসারের হাল রেখে সারা জীবন বাংলাদেশের মাটি ও মানুষের জন্য নির্বিঘ্নে সংগ্রাম করে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এমন একজন মহিষীর নারীর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা, সম্মান ও দোয়া করছি যাতে মহান রাব্বুল আলামীন উনাকে জান্নাতের উচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস দান করেন।

হয়তো, এমন ত্যাগী মহিয়ষী নারী না থাকলে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমান এঁর সৌর্য মন্ডিত ইতিহাসে হয়ত কিছুটা অর্জন কম থাকতো কিন্তু এই নারীর কারনে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্বের একজন আইডল হিসেবে, একজন মহান নেতা হিসেবে, একজন ত্যাগী নেতা হিসেবে চির ভাস্মর হয়ে আছেন। এমন একজন মহীয়সী নারী জন্মবার্ষিকীতে স্মরণ করছি বঙ্গবন্ধু পরিবারের সকল শাহাদাতবরণকারী পরিবারের সদস্যদের এবং বঙ্গবন্ধুর রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করছি যাতে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে উপহার দিয়ে যেতে পারেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকীতে সারাদেশে অসহায় কর্মহীন মহিলা, যুবতী মহিলাদের সেলাই মেশিন দিয়ে আরও একটি নজীর স্থাপন করলেন। এই সেলাই মেশিন দিয়ে কয়েক লক্ষ যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক সূচনা করলেন।

উক্ত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা যুবলীগের আহব্বায়ক সাজেদুল করিম, উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহব্বায়ক শেখ কামাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি হালিমুর রশিদ পুতু, উপজেলা মহিলা আওয়ামীলীগ নেতৃবৃন্দু। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ এর অংগ সংগঠনের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© সমস্ত অধিকার সংরক্ষিত © 2022 dwipnews24.net
Desing & Developed BY ThemeNeed.com
error: Content is protected !!