রকিয়ত উল্লাহ (মহেশখালী)
মহেশখালী-বদরখালী ব্রীজে ডাম্পার ও মিশুক গাড়ীর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আর ও ৩ জন। আহত ৩ জনের মধ্যে মোহাম্মদ রশিদ নামের একজন চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
গতকাল ৫ অক্টোবর বিকাল ৫টার সময় বদরখালীর বাজার থেকে যাত্রী বাহী একটি টমটম গাড়ী কালারমারছড়া যাওয়ার পথে বদরখালী-মহেশখালী ব্রীজে আসলে অপর দিক থেকে বেপরোয়া হয়ে আসা ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়ে মিশুক গাড়ীটি। এতেই আবদুল খালেক(১৪) নামে এক কিশোরের ঘটনাস্থলে মৃত্যু হয়।
তিনি কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলীর নজির আহমদের পুত্র।
এছাড়াও আহত হয় আরও ৪ জন। তাদের মধ্যে আবদুল রশিদ ও আবদুল মন্নান নামে দুই জনের অবস্থা আশংকা জনক হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রশিদে মৃত্যু হয়। বাকি ২জনকে বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল আসেন কালারমারছড়ার চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ। তিনি প্রাথমিক ভাবে নিহতের দাফন কার্য সম্পাদন করার জন্য ব্যক্তিগত তহবিল থেকে ২০ হাজার টাকা প্রদান করে বলে জানান।এছাড়াও আহত ব্যক্তিদের চিকিৎসা করার জন্য সহযোগীতা করেন।