প্রতিমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক প্রকল্পের কাজ বন্ধ থাকলেও মুজিব বর্ষেই শতভাগ বিদ্যুতায়ন সম্ভব হবে। বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডের মাধ্যমে বিল তৈরি করা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই সময়ে বাড়তি বিল হলে পরবর্তীতে সেটি সমন্বয় করা হবে।
তিনি জানান, জরিমানা ছাড়াই মার্চ এপ্রিল ও মে মাসের বিল ৩০ জুনের মধ্যে দেয়া যাবে। নসরুল হামিদ বলেন, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে মজুদ থাকা জ্বালানি তেলের দাম কমানো হলে, লোকসানে পড়বে রাষ্ট্র।