নিউজ ডেস্ক:
মুসলিম বিদ্বেষী ফ্রান্স কতৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে এবং ফ্রান্স প্রধানমন্ত্রীর কুশ পুত্তলিকা দাহ করা হয়।
আজ ৩১ শে অক্টোবর শনিবার বিকাল সাড়ে ৩ টায় স্থানীয় মগডেইল বাজার থেকে সর্বসাধারণের অংশগ্রহণ উক্ত বিক্ষোভ মিছিল বের হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। মগডেইল বাজার থেকে বের হওয়া উক্ত বিক্ষোভ মিছিলটি স্থানীয় সিএনজি ষ্টেশনে গিয়ে থামেন।
উক্ত বিক্ষোভ মিছিলকারীরা মাতারবাড়ী সিএনজি ষ্টেশনে গিয়ে, ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রুঁর ইসলাম বিদ্বেষী কিছু কর্থাবার্তার প্রতিবাদ জানায় এবং, ফ্রান্সের পণ্য বর্জন, মুসলিমের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন।
পরবর্তী উক্ত প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল সমাপ্ত করে মগডেইল বাজারে ফ্রান্সের প্রধানমন্ত্রী এমানুয়েল ম্যাক্রঁর কুশ পুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য যে, ফ্রান্সে ইসলাম এবং বিশ্ব নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ফুঁসে ওঠেছে গোটা মুসলিম বিশ্ব। বিক্ষোভ মিছিল, সমাবেশ, সেমিনার করেছে অনেকগুলো সংগঠন।