নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে, ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকাল ৩:০০ ঘটিকায় মাতারবাড়ীর দক্ষিণ রাজঘাট মসজিদ প্রাঙ্গণে এক আলোচনা সভাও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মাতারবাড়ী ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি ঈসমাইল হোছাইন এম.এ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন মানিকের সঞ্চালনায় – বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় ও ৭৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশনেত্রীর রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা। এবং দেশব্যাপী চলমান গনতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
ছবি: দ্বীপ নিউজ টোয়েন্টিফোর।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি -জি এম মোনাফ উল্লাহ লাল্লু, মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মাষ্টার মীর কাশেম আলী, সহ-সভাপতি আমির হোসেন আমু। মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমদ, দপ্তর সম্পাদক সায়েদ খোকন, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সহ প্রমুখ।
এসময় উপস্থিত নেতাকর্মীরা নিজেদের বক্তব্যে সাংগঠনিক ও দেশের চলমান পরিস্থিতি আলাপ-আলোচনা করেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় থাকার জন্য আহ্বান জানান।