প্রেস বিজ্ঞপ্তিঃ
জিয়ার মাজারে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, গনতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান পালন করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল মহেশখালী উপজেলা শাখার নেতৃত্বে পৌর ও কলেজ শাখা।
মঙ্গলবার ১৭ আগষ্ট বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান জুয়েলর সভাপতিত্বে, যুগ্ম আহ্বায়ক তায়েব ইলাহি সিকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল মহেশখালী উপজেলা সাবেক সফল আহ্বায়ক, বর্তমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক , তরুণ প্রজন্মের নেতা আ স ম জাহেদুল হক নাহিদ।
সভায় শুরুতেই ঢাকায় শহীদ জিয়াউর রহমানের মাজারে ঢাকা মহানগর বিএনপির শ্রদ্ধা নিবেদনের সময়ে বিনা উস্কানিতে হামলা,গুলিবর্ষণ করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
প্রধান অতিথি সাবেক ছাত্রনেতা জাহেদুল হক নাহিদ সহ নেতৃবৃন্দরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের জনগণের ভরসা, গণতন্ত্র প্রতিচ্ছবি।এই দেশের উন্নয়ন, উৎপাদন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার রক্ষার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বলেই তিনি আজ আপোষহীন নেত্রী বলে স্বীকৃত। তাই দেশের চলমান সংকটময় মুহূর্তে জনগণের হারানো গণতন্ত্র ও ভোটাধিকার মুক্তির সংগ্রামে দেশপ্রেমিক শহীদ জিয়ার আদর্শের ছাত্রদলের সৈনিকদের ঐক্যবদ্ধভাবে ঝাপিয়ে পড়ার দৃঢ প্রত্যয় ব্যাক্ত করা হয়।
সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার সুস্হতা, দীর্ঘায়ু কামনা করে দোয়া, মিলাদ ও বিশেষ মোনাজাত করে অসহায় গরীব ছাত্রদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আলম শাওন, মোরশেদ খান আজাদ, আ স ম মিসবাহ উদ্দিন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কদ্বয় যথাক্রমে ইমন চৌধুরী, সায়েম সিকদার, আসমাউল হাসান খোকা, শোয়েব চৌধুরী বিশাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব আলাউদ্দিন নাঈম, মহেশখালী কলেজ শাখার আহ্বায়ক একরামুল হক, হোয়ানক ইউনিয়ন ছাত্রদল নেতা সোহেল সিকদার, পৌর সভার যুগ্ম আহ্বায়ক, খাইরুল রশিদ, নাজিম উদ্দিন কামাল, আরিফুল ইসলাম রোকন, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শিবলু সাদেক জুয়েল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার কামাল হোসেন জিকু, জাকের হোসেন নিরব, এমরান জিয়া, সাইফুল ইসলাম, ছাত্রদল আকাশ নুর, মোঃ আমিন, মোঃ সাগর, মোঃ শহীদুল ইসলাম আশেক সহ বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ।