দ্বীপ নিউজ ডেস্ক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ব্রাদার্স ওয়াল ফেয়ার সোসাইটি কতৃক আয়োজিত আন্তঃ মাতারবাড়ী জুনিয়র ব্যাডমিন্টন টূর্ণামেন্ট – ২০২০ উদ্বোধন হয়েছে কাল।
গতকাল ২৮ শে ডিসেম্বর সোমবার মাতারবাড়ী স্থানীয় ৫নং ওয়ার্ড মিয়াজির পাড়ায় হাজী মোহাম্মদ ছৈয়দ স্টেডিয়ামে
মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব মগডেইল ও উইং স্টার মিয়াজির পাড়ার মধ্যে উক্ত উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত উদ্বোধনী খেলা দাতা হিসাবে উপস্থিত ছিলেন মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জিএম ছমি উদ্দিন, প্রধান অতিথি হিসাবে ডাক্তার জহুর আলম, উদ্বোধক হিসাবে চট্টগ্রাম আইন কলেজের সাবেক ভিপি জমির উদ্দিন উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে মোহাম্মদ লেদু, ডাক্তার রোকন উদ্দিন, মোহাম্মদ নাছির উদ্দিন, মোহাম্মদ মানিক, মোহাম্মদ সেলিম, রেজাউল করিম, কাইছারুল ইসলাম কায়েস, মোহাম্মদ ওয়াহেদ, আব্দুল হাসিদ, আমজাদ হোছাইন, নোমান ইবনে হাসান, মোহাম্মদ হেজাজ, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাশেদ, আল মুজিব উদ্দিন রিপন, কাজী হারুন মির্জা, রবিন আদ্রিপ, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত উদ্বোধনী ম্যাচের সভাপতিত্ব করেন পুরান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জসিম উদ্দিন।
উক্ত উদ্বোধনী ম্যাচে মায়ের দোয়া স্পোর্টিং ক্লাব মগডেইল, উইং স্টার মিয়াজির পাড়ার বিপক্ষে ২-১ ম্যাচে জয় লাভ করেন।