মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী:
সম্প্রতি বিশ্ব ব্যাপী মহামারী কোভিড-১৯ এর দূর্ভোগে মমতাময়ী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য, তাহার সার্বিক সহযোগীতা হিসাবে বড় মহেশখালীর চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল এর অবদান অতুলনীয়, তিনি তাঁর প্রত্যেক এলাকায় হতদরিদ্র মানুষদেরকে বাছাইপূর্বক বিতরণ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে বলে জানা যায়।
বিশ্বস্ত সূত্রে জানতে পারি যে, সরকারী ত্রাণ ছাড়াও তিনি তার নিজস্ব তহবিল থেকে একবার নয় বেশ কয়েকবার তাঁর ইউনিয়নের কর্মহীন হতদরিদ্র অসহায় দিনমজুরসহ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এবং ইমাম মুয়াজ্জিনদের মাঝে ত্রাণ সহায়তা করেন। আগামীতেও করবেন বলে তিনি জানান।
করোনার এই মহামারীতে মাননীয় প্রধানমন্ত্রীর পাঠানো সহায়তাগুলো মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের হাত ধরে বন্টন ব্যাবস্থা সঠিক ভাবে অব্যাহত আছে বড় মহেশখালী ইউনিয়নে।
তারই ধারাবাহিকতায় আজ ১৬ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিশ্ব খাদ্য কর্মসূচীর কোবিড-১৯ কালীন জরুরী সহায়তা কার্যক্রম কক্সবাজার জেলার বড় মহেশখালী ইউনিয়নের স্থানীয় দরিদ্র জনগনের মাঝে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বিশেষ এই সহায়তা প্রদান করা হয়, এতে ০৫ নং ওয়ার্ডের ২৭০ জন কার্ডদারীদের নিয়ে ২য় ধাপের ৫ম দিনে জনপ্রতি ৪৫০০/-টাকা হারে ১২,১৫০০০/-বার লক্ষ পনের হাজার টাকা বিতরণ করা হয়। WFP কতৃক খাদ্য ও অর্থ বিতরণ কার্যক্রম ৪র্থ ধাপ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানা যায় পরিষদ সূত্রে।
বড় মহেশখালীতে সর্বমোট ২৪৮৩ জন লিস্টভুক্ত কার্ডদারী এই সুবিধা পাবেন। বড় মহেশখালী ০৯ ওয়ার্ডে সর্বমোট ২৪৮৩ টি পরিবারে প্রতিজন ৪,৫০০/-টাকা হারে ১,১১,৭৩,৫০০/-এক কোটি এগারো লক্ষ তিয়াত্তর হাজার পাঁচশত টাকা বিতরণ করা হবে।
চেয়ারম্যান বাবুল আমাদের প্রতিনিধিকে জানান- ত্রাণ সহায়তা বিতরণের মধ্যখানে যদি কোন দালাল চক্র যদি টাকা চেয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।
বিতরণের সময় উপস্থিত ছিলেন- বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল, WFP প্রকল্প সহযোগী মকছুদুল করিম আযাদ, RIC বড় মহেশখালী শাখার টিম লিডার এম. আবদুল মান্নান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- WFP ও RIC সংস্থার কর্মকর্তা-কর্মচারী, ইউপি সদস্য, ইউপি তথ্যসেবা, গ্রাম পুলিশ, আনসার সদস্যরা। আর্থিক সহযোগিতায় WFP (World Food Programme)।
সহযোগী সংস্থা হিসেবে ছিলেন- RIC