আ ন ম হাসান:
ভারতের কোস্টগার্ডের হাতে আটক মহেশখালীর ২৭ জেলে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ৷ শনিবার (৫মার্চ) বিকেল ৫টায় মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে ভুক্তভোগী জেলে পরিবারদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে কক্সবাজার- ২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক বলেন, ভারতে আটক ২৭ জেলেকে দেশে ফিরিয়ে আনতে কাজ করা হচ্ছে। ইতিমধ্যে ভারতীয় হাইকমিশনারের সাথে কথা বলে জেলেদের যাবতীয় কাগজপত্র পাঠানো হয়েছে। খুব দ্রুতই তারা দেশে ফিরবে।
কুতুবজোম ইউপি চেয়ারম্যান এড. শেখ কামাল জানান, ক্ষতিগ্রস্ত ২৭ পরিবারের সদস্যদের মাঝে চাল, বস্ত্র ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।জেলেরা দেশে না ফেরা পর্যন্ত এসব পরিবারের পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা ভাইস-প্রেসিডেন্ট রেজাউল করিম, যুগ্ন সাধারণ সম্পাদক রনজিত দাশ, আমিরুজ্জামান আনজু, নুরুল আমিন খোকা, মাষ্টার মাহমুদুল করিম, রবিউল আলম।
উল্লেখ্য যে, গত ১৫ ফ্রেব্রুয়ারী মহেশখালীর ২৭ জেলেকে ভারতে অনুপ্রবেশের দায়ে ট্রলারসহ আটক করে সেদেশের কোস্টগার্ড।