আবুল বশর পারভেজ: (মহেশখালী)
আহলে সুন্নাত ওয়াল জামাআতের শীর্ষ আলেম মুফতি আল্লামা আলা উদ্দীন জিহাদীর মুক্তির দাবীতে মহেশখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাআত এর আয়োজনে গতকাল ২৬ সেপ্টেম্বর বিকেলে মহেশখালী পৌরসভার পুটিবিলাস্থ খানেকাহ শরীফ হতে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মহেশখালী উপজেলা সদরস্থ ঐতিহাসিক দীঘির পাড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদ মহেশখালী উপজেলা শাখার সভাপতি ও আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ছিদ্দিক আযাদ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, আহলে সুন্নাত ওয়াল জামাআত মহেশখালী উপজেলার সাধারন সম্পাদক মাওলানা শফিউল আলম চেয়ারম্যান, সহ-সভাপতি মাওলানা জালাল উদ্দিন ইসলামাবাদী, সহ-সভাপতি মাওলানা শফিউল আলম খাঁন, ইসলামিক ফ্রন্ট কক্সবাজার জেলার সভাপতি মাওলানা সোলতান উদ্দিন আল-কাদেরী, ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, আহলে সুন্নাত ওয়াল জামাআত মহেশখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা কুতুব উদ্দিন ইলাহী, কালারমারছড়া ইউনিয়নের সভাপতি মাওলানা আব্দুল হামিদ, আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সৈয়দুল করিম, ছোট মহেশখালীর কাজী মাওলানা মুহাম্মদ হোসাইন প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা সভাপতি মাওলানা আবু ছৈয়দ, সাধারন সম্পাদক মাওলানা নুরুচ্ছফা কাদেরী, যুবসেনা কক্সবাজার জেলা সভাপতি হাফেজ আমান উল্লাহ, যুবসেনা মহেশখালী দক্ষিনের সভাপতি মুহাম্মদ নেজাম উদ্দিন, সাধারন সম্পাদক ফারুক আযম, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা সভাপতি আব্দুল মালেক সাধারন সম্পাদক আবু ছরওয়ার সহ আহলে সুন্নাত ওয়াল জামাআত মহেশখালী উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ, গাউছিয়া কমিটি মহেশখালী উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী যুবসেনা উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা মহেশখালী উপজেলা, পৌর ও ইউনিয়ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত এর একজন শীর্ষ আলেম সুন্নিয়াতের অনলবর্ষী বক্তা মুফতি আল্লামা আলা উদ্দীন জিহাদীকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে অনতিবিলম্বে নিঃর্শত মুক্তি দিতে হবে। তার মুক্তি না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচীর সাথে মহেশখালী উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআত ঐক্য পরিষদ বিভিন্ন কর্মসূচী অব্যাহত রাখবে বলে জানান।