এ.কে রিফাত:
আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ করে দিচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ৷ তারই ধারাবাহিকতায় মহেশখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমিহীন গৃহহীনদেরকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নির্মাণ করে দিচ্ছেন উপজেলা প্রশাসন মহেশখালী৷
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম জানান, এই পর্যন্ত মহেশখালীর বিভিন্ন ইউনিয়নের ৪১টি অধিক তদন্তের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণের আওতায় ঘর হস্তান্তর করেছে উপজেলা প্রশাসন৷
১৮ আগষ্ট (বৃহস্পতিবার) মহেশখালীতে আগমন করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহা পরিচালক (প্রশাসন) আহসান কিবরিয়া সিদ্দিকি৷ এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন মহেশখালী। পরে শাপলাপুর ইউনিয়নে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘর পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে নির্মিত ঘরগুলোর গুণগত মানের প্রশংসাও করেন তিনি।
এসময় উপকারভোগীদের মধ্যে একজন বলেন, আমার ঘর ভুমি বলতে কিছুই ছিলনা।মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের জায়গাতে ঘর নির্মান করে দেওয়াতে আমি আজ একটি ঘরের মালিক হলাম।একটু মাথা গোজার ঠাই হল আজ।আমি এবং আমার পরিবার উনার জন্য দোয়া করি।মহান আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রীর নেক হায়াত দান করুক এবং আমার মত ভুমিহীন ও গৃহহীন মানুষদের এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিক।
এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম, শাপলাপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুল খালেক চৌধুরী প্রমুখ ৷