মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::
দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রবল আকার ধারণ করেছে৷ দিনদিন মানুষের মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে৷ করোনার বিস্তার রোধে মানুষের অবাদ মেলামেশা ও চলাফেরা নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘদিন লকডাউনের আওতায় দেশ, এতে করে অর্থনৈতিক হুমকির মুখে পড়তে যাচ্ছে দেশ৷ সবকিছু বিবেচনা করে এবার সরকারের সিদ্ধান্ত মানুষকে করোনা থেকে নিরাপদে রাখতে সারাদেশ জুড়ে ইউনিয়ন পর্যায়ে গণ হারে করোনা টিকা প্রদানের৷
সিদ্ধান্ত কার্যকর করতে সারাদেশের ন্যায় মহেশখালী উপজেলায় ৭ আগষ্ট (শনিবার) ৮টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় গণটিকা কার্যক্রম আরম্ভ করা হয়৷ এতে প্রত্যেকটি ইউনিয়ন ও পৌরসভায় ৬০০জন করে মোট ৫৪০০জন মানুষকে সফল ভাবে টিকা প্রদান করা হয়৷
আজ ৭ আগস্ট (শনিবার) সকাল দশটায় উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে দেখা যায়, এই গণটিকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন- চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ৷
মহেশখালী উপজেলার ধলঘাটা, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নে অতি বৃষ্টির কারণে পরিদর্শনে যেতে না পারলেও পৌরসভাসহ ৫ ইউনিয়নে গণটিকা কেন্দ্রগুলো পরিদর্শন করেন- মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক।
এব্যাপারে উপজেলা স্ব্যাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজুল হক জানান, সরকারের গণটিকা কার্যক্রমে মহেশখালীর মানুষ দারুণ ভাবে সাড়া দিয়েছে৷ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে ৬০০জন করে ১টি পৌরসভা সহ ৮ ইউপিতে মোট ৫৪০০ জন মানুষকে সফলভাবে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী ফের ইউনিয়ন পর্যায়ে গণটিকা দেওয়া হবে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা প্রদান কর্মসূচী থাকবে বলে জানান।