এ.কে রিফাত:
মহেশখালী উপজেলার কালারমারছড়া এসপিএম প্রকল্পে বকেয়া বেতন পরিশোধের দাবীতে প্রকল্প কর্মকর্তাদের গাড়ী আটকে রেখে বিক্ষোভ করেছে সেখানকার কর্মরত শ্রমিকরা। ১৮ আগষ্ট বৃহষ্পতিবার কালারমারছড়ার এসপিএম প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
নাম প্রকাশে অনিচ্ছুক সেখানকার কর্মরত একজন শ্রমিক জানান, উক্ত প্রকল্পে নিয়োজিত সি টি এল ই কোম্পানির অধিনে কর্মরত শ্রমিকদের ৩/৪ মাস পর্যন্ত বেতন বন্ধ রাখে। কিন্তু শ্রমিকগন বকেয়া বেতন চাইতে গেলে কোম্পানির প্রকল্প ম্যানেজার মিঃ সেন নামের একজন চায়না নাগরিক শ্রমিকদের বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেছেন ।
ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যায় মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী। সেখানে গিয়ে তিনি এসপিএম প্রকল্পপরে সিনিয়র কর্মকর্তাদের সাথে আন্দোলনরত শ্রমিকদের বেতন বাকির বিষয়টা নিয়ে খোলামেলা আলাপ করেন। পরে তিনি শ্রমিকদের কাজে ফিরে যেতে বলেন।ওসির আশ্বাসে শান্ত হয়ে কাজে ফিরে যায় বিক্ষুব্ধ শ্রমিকরা ।
এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার বলেন , খবর পেয়ে আমি ঘটনা স্থলে গিয়ে শ্রমিক এবং প্রকল্প কর্মকর্তাদের সাথে কথা বলেছি, স্থানীয় চেয়ারম্যানের সাথেও এবিষয়ে কথা বলেছি , তিনি দু একদিনের মধ্যে এটা সমাধান করে দিবেন বলে জানিয়েছেন । তিনি আরও জানান তারা উভয় পক্ষ সমাধান করতে পারলে ভাল , তবে এব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ।