আ ন ম হাসান :
মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতিকে গুরুতর আহত করেছে প্যারাবন দখলকারী সন্ত্রাসীরা। ১২ মার্চ, শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে শাপলাপুরের মিঠাছড়ি বাজারে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, শাপলাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বজল কবির(৪১),-পিতা- মাইজ্জে মিয়াকে মিঠাছড়ি বাজারে আকস্মিক হামলা করে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা। হামলায় বজল আহমদের ১২ বছর বয়সী শিশু আদনান কবিরও গুরুতর আহত হয়। বাজারে অবস্থানরত লোকজন তাকে ও তার ছেলেকে মুমূর্ষু অবস্থায় মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে বজল আহমদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
সন্ত্রাসী হামলার শিকার বজল আহমদ বলেন- “শাপলাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জসিম মেম্বার ও তার সন্ত্রাসীরা প্যারাবন দখল করলে বন বিভাগ তাদের বিরুদ্ধে মামলা করে। ঐ মামলায় আমি তথ্য দিয়েছি বলে জসিম মেম্বার তার লোকজনসহ আমাকে মারার হুমকি দিয়ে আসছিলো । শনিবার মাগরিবের সময় জসিম মেম্বারের নেতৃত্বে এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বহু মামলার আসামী রমিজ উদ্দিন, মিনহাজ, বদি আলম, গিয়াস উদ্দিনসহ ৫/৬ জন সন্ত্রাসী আমাকে ও আমার ছেলেকে মেরে ফেলতে চেষ্টা করলে ভাগ্যক্রমে বেঁচে যায়।
এদিকে অভিযুক্ত ইউপি সদস্য জসিম উদ্দীন ফোনে বলেন- ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। ঘটনাটি আমি পরে জেনেছি। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে ৷
এই ব্যপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আশিক ইকবাল বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। অভিযোগ পেলে দ্রত ব্যবস্থা নেয়া হবে।