আ ন ম হাসান:
সঠিক পুষ্টিতে সুস্থ জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ পালিত এবং প্রবীণ ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে ৷
২৫ এপ্রিল (সোমবার) সকাল ১১টায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
উপজেলা স্বাস্থ্য পরিঃ ও পঃ কর্মকর্তা ডাঃ মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন ৷
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা বলেন, দেশে দারিদ্র্যতা কমলে পুষ্টিহীনতা কমবে। পুষ্টিহীনতায় ভুগলে শিশুর নানা ধরনের অসুখ-বিসুখ হয়ে থাকে। পুষ্টি সপ্তাহে শাক-সবজি, ফলমূল, ছোট মাছ সহ সুষম খাবার খেতে সবার প্রতি আহবান রইল।
পাশাপাশি তেল, চিনি, লবণ তুলনামূলক কম খেতে হবে। সঠিক পুষ্টির জন্য শিশুর জন্মের এক ঘন্টার মধ্যে শাল দুধ মায়ের শালদুধ খাওয়াতে হবে।
ছয়মাস পর্যন্ত বুকের দুধ এবং ছয়মাসের পর থেকে ২ বছর পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাদ্য দিতে হবে। কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহন করতে হবে। গর্ভবতী ও প্রসুতিদের স্বাভাবিক খবারের পাশাপাশি বাড়তি খাবারে নজর দিতে হবে।
এতে আরও বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আব্দুর রহমান খান, ডাঃ মোঃ আবুল কাশেম, অবসরপ্রাপ্ত শিক্ষক ছিদ্দিক নূরী, প্রেসক্লাব সভাপতি আবুল বশর পারভেজ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম হাসান, এসএআরপিভি কর্মকর্তা মাহমুদ এমরান প্রমুখ ৷৷