নিজস্ব প্রতিনিধিঃ-
আয়ের একমাত্র বাহন টমটম গাড়িটি চুরি করে নিয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন চালক আবু বক্কর। পরিবারের ছয় সদস্যের ভরণপোষণ নিয়ে পড়েছেন বিপাকে। টমটটি ফিরে পেতে থানায় অভিযোগ করছেন। এসময় সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন গাড়িটির চালক।
চালক আবু বক্করের বাড়ি মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী নয়াপাড়া গ্রামে। সে ঐ গ্রামের জনৈক আবদু শুক্কুরের পুত্র।
১৫ নভেম্বর দিবাগত রাতে বসতবাড়ির সামনে গ্যারেজ থেকে গাড়িটি চুরি হয়।
গাড়ির চালক জানান, ১৪ নভেম্বর যাত্রী পরিবহণ করে রাতেই বাড়ির পাশে গাড়িটি চার্জে দেন। পরেরদিন ভোরে গাড়িটি চুরির হওয়ার বিষয়ে অবগত হন। রাতেই চোরেরা সবুজ রংয়ের টমটম গাড়িটি চুরি করে নিয়ে যান। কান্নাজড়িত কন্ঠে চালক আবু বক্কর আরো জানান, ধারদেনা করে গাড়িটি কিনেছেন। গাড়ি চালিয়ে যা আয় হয় তাতেই কোন রকম সংসার চলে। এখন গাড়িটি হারিয়ে তিনি অনিশ্চয়তায় ভুগছেন।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবদুল হাই জানিয়েছেন, তিনি অভিযোগ পেয়েছেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।