আব্দুর রহমান রিটন
মহেশখালী উপজেলা পরিষদের উদ্দ্যোগে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জামিরুল ইসলামের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ (১৯ আগষ্ট) উপজেলা পরিষদ হল কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী -কুতুবদিয়া আসনে মাননীয় সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, মহেশখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান মিনুআরা সৈয়দ,মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া, মহেশখালী উপজেলা হাসপাতালের আবাসিক ডাঃ মাহফুজুর রহমান,মহেশখালী থানার ওসি দিদারুল ফেরদৌস, মহেশখালী উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, ধলঘাটা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান, কালামারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওচমান শরীফ, হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফা কামাল, শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক, ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান জিহাদ বিন আলী, বড় মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুল, কুতুবজুম ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোছাইন খোকনসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার -২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক বলেন, জামিরুল সাহেবের মত কর্মঠ ও গণপ্রজাতন্ত্রে একনিষ্ঠ অনুগত্যশীল ব্যক্তিত্ব সম্পূর্ণ প্রশাসকে খুঁজে পাওয়া দুষ্কর। তাঁর একান্ত প্রচেষ্টায়, মহেশখালীর নানা ধরনের উন্নয়ন যজ্ঞ হয়েছে। নিজ দায়িত্বের বাহিরে তিনি একজন অসাধারণ মানুষ বলে অভিহিত করেন এমপি আশেক।
বিদায়ী ভাষনে মহেশখালী উপজেলার বিদায়ী ইউএনও জামিরুল ইসলাম বলেন, পাহাড়ীঘেরা সবুজ রঙের এই উপজেলায় তাঁর দুটি বছর খুব ভালভাবে কাটে,দায়িত্ব পালন করতে গিয়ে সে (ইউএনও) নিজ বাড়িতে পর্যন্ত যায়নি।মহেশখালীর মানুষগুলোর সাদাসিধা জীবন যাপন তাঁকে আকৃষ্ট করেছে।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা। উল্লেখ্য যে,এক সরকারী বিজ্ঞপ্তিতে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামকে এডিসি পদে পদোন্নতি দেওয়া হয়।