এ.কে রিফাত:
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ফকিরাঘোনায় আরুব্বর গোষ্ঠী ও চাইন্দ্দর গোষ্ঠীর সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলি ও ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।
সন্ধ্যার পর থেকেই থেমে থেমে চলা উক্ত সংঘর্ষে উভয়পক্ষের ৭/৮ জন গুরুতর আহত এবং স্থানীয় নুরন নেচারের পুত্র কালাবজা (কালা বাঁশি) নামের একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত কালাবজা (কালা বাঁশিকে) মুমূর্ষু অবস্থায় ঘটনাস্থল থেকে পুলিশ উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করলে চিকিৎসক কক্সবাজার সদরে রেফার করে। মাঝপথেই আহত কালাবজা (কালা বাঁশির) মৃত্যু হয় বলে জানা যায়।
এদীকে দুপক্ষের মাঝে এখনো সংঘর্ষ চলমান বলে জানা যায়। এতে থম থমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বড় মহেশখালী ফকিরাঘোনায়।
বিস্তারিত আসতেছে…