এম. বশির উল্লাহ (মহেশখালী)
মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর ১২ নং খাস খতিয়ানের পাহাড়ি জমি নিয়ে আপন দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিজ বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে লোহার রড় দিয়ে আপন বড়ভাই সলিম উল্লাহ (৪৫) কে মাথায় বড় ধরনের আঘাত করে তার ছোট ভাই ঘাতক নছর উল্লাহ। মুমূর্ষু অবস্থায় গুরুতর আহত সলিম উল্লাহ কে তার মা ও ভাইগণ উদ্ধার করে রাত ১১ টায় মহেশখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। নিহত সলিম উল্লাহ পশ্চিম সিপাহির পাড়ার মৃত গোলাল আহমদের পুত্র।
ঘটনা পরবর্তী মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযানে চালান।
নিহতের সলিম উল্লাহর মা জানান, পাহাড়ি একখন্ড জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিলো সেই বিরোধে জের ধরে নছর উল্লাহ তাকে পিটিয়ে হত্যা করে।