আ ন ম হাসান:
মহেশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পাহাড় বেষ্টিত ইউনিয়ন শাপলাপুর থেকে ইয়াবা সহ এক যুবক কে আটক করা হয়েছে।
১১ এপ্রিল (সোমবার) রাতে (সেহেরির সময়) মহেশখালী থানার একদল পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে শাপলাপুরে ঘোনার পাড়ায় মহেশখালী থানার এক দল পুলিশ অভিযান পরিচালনা করে শাপলাপুরের ঘোনা পাড়া এডভোকেট সৈয়দ হোসনের বাগানের সামনে থেকে একই এলাকার মৃত কবির আহমেদর পুত্র বায়তুল্লাহ (২১) কে গ্রেফতার করে।
পরে তার দেহ তল্লাশি করে ৮শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান মহেশখালী থানার ওসি (তদন্ত) আশিক ইকবাল।