আ ন ম হাসান:
মহেশখালী থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্কের উদ্বোধন করা হয়েছে ৷ ১০ এপ্রিল (রবিবার) সকালে গণভবন থেকে রাজারবাগ পুলিশ লাইন্স ও দেশের অন্যান্য থানায় ভার্চুয়ালি যুক্ত থেকে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া ও প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের প্রতিটি থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা ও তাদের সেবা দেয়া এবং সেই সাথে গৃহহীনদের ঘর তৈরি করে দেয়া এটা আমাদের পুলিশের একটি মহৎ উদ্যোগ।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে অন্যায়ের প্রতিকার চাওয়ার সুযোগ করে দিয়েছে। বাংলাদেশ পুলিশ জনগণের সেবক হবে, পুলিশের কাছে গেলে যে ন্যায়বিচার পাবে, সেই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে গড়ে তুলতে হবে। তিনি বলেন, আমরা এই সমাজটাকে উন্নত করতে চাই। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী অসহায় মানুষকে আইনি সেবা দিতে তাঁর সরকারের গঠন করা লিগ্যাল এইডের বিষয়টি উল্লেখ করেন।
সার্ভিস ডেস্ক উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই পিপিএম ৷
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে মহেশখালীতে স্থাপিত সার্ভিস ডেস্কের শুভ উদ্বোধন করেন ৷ নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা যাতে নির্বিঘ্নে সেবা পেতে পারে সেই জন্য সার্ভিস ডেস্ক স্থাপন করা হয়েছে ৷ সার্ভিস ডেস্কের জন্য আলাদা মহিলা পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে ৷ তিনি সার্বক্ষণিক ডেস্কে দায়িত্ব পালন করবেন ৷
সার্ভিস ডেস্ক চালুর পর থেকে অদ্যাবধি প্রায় দুই হাজারের অধিক নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের সেবা প্রদান করা হয়েছে ৷ এই সময় ইন্সপেক্টর তদন্ত আশিক ইকবাল সহ থানা পুলিশের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন ৷