মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী::
আগামী ১১ এপ্রিল অনুষ্ঠেয় মহেশখালীর পৌরসভাসহ ৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২৪ মার্চ বুধবার প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে ১ মেয়র প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থীসহ ১৭ জনের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।
তারা হলেন-
মহেশখালী পৌরসভার-
৪নং ওয়ার্ড উতেং মি, উছেন থে রাখাইন,
৩নং ওয়ার্ড আব্দু শুক্কুর,
৫নং ওয়ার্ড আজিজুল হক ও
মেয়র প্রার্থী যুবলীগের সাবেক উপজেলা সভাপতি মোঃ শাহজাহান।
মাতারবাড়ি ইউনিয়নের-
৩নং ওয়ার্ড দিলু হোসেন, নজরুল ইসলাম,
৪নং ওয়ার্ড সাইফুল ইসলাম ও
চেয়ারম্যান প্রার্থী হারুন মুজিবুল হক।
কুতুবজোম ইউনিয়নের-
মেম্বার পদে- ৭নং ওয়ার্ড নবীর হোসেন।
হোয়ানক ইউনিয়নের-
চেয়ারম্যান প্রার্থী আনচারুল করিম,
শাহিন নেওয়াজ, সালাহ উদ্দিন, আব্দুল মতিন
মোঃ ফিরুজ ওয়াহিদ, মেম্বার পদে-
৫নং ওয়ার্ড জাবের আহমদ, ৬নং ওয়ার্ড জাকের হোসেন বাদশাহ।
মোট ১৭ জন প্রার্থী তারা আজ ২৪ মার্চ স্ব স্ব রিটানিং অফিসারের কাছে লিখিত ভাবে আবেদন করে তাদের প্রার্থীতা প্রত্যাহারের আবেদন করেন বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা জুলকার নাঈম। ২৫ মার্চ সকাল ১০ টা থেকে পৌরসভা ও ৩টি ইউপিতে প্রতীক বরাদ্ধ করা হবে। দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা।