দ্বীপ নিউজ ডেস্ক:-
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা (মধুয়ার ডেইল বাজার সংলগ্ন) গ্রামে নিজে বাড়ীতে টিউবওয়ালে পানি আনতে গিয়ে প্রতিপক্ষের আঘাতে খুন হন রুবেল নামের এক যুবক।
উল্লেখ্য যে, বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার মুক্তিযোদ্ধা, আবু জাফরের বড় ছেলে নিহত মনোয়ার কায়সার ছিদ্দিকী রুবেল।
চলাচলের রাস্তা নিয়ে একই এলাকার মোঃআলম পিতা-মৃত আব্দুস সবুর গংদের সাথে বিরোধ চলে আসছিল৷ বিরোধের ব্যাপারটি প্রথমে স্থানীয়ভাবে ও পরে মহেশখালী থানায় বিচারাধীন ছিল।
বিচারাধীন থাকা অবস্থায় গতকাল মাগরিবের পর নিজ বাড়ীর উঠানে টিউবওয়েল থেকে পানি আনতে গেলে রুবেলের উপর অতর্কিত অবস্থায় হামলা করে৷ এতে মারত্বক ভাবে আহত হন রুবেল।
গুরুতর আহত অবস্থায় প্রথমে মহেশখালী হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন, সদর হাসপাতাল থেকে রেফার করে দিলে এম্বুলেন্স যোগে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পৌছে রাত ০৪টার সময়, ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার আনুমানিক ০৭ঘটিকার সময় মৃত্যুবরন করেন৷
এদিকে পুলিশ ঘটনার পর অপরাধীদের ধরতে অভিযান শুরু করলে রুবেল হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হালিমা ও কাজলকে পুলিশ আটক করেছে।
মহেশখালী থানার ওসি জানান, আটককৃত হালিমা ও কাজলই নিহত রুবেলর মূল হত্যাকারী।