আ ন ম হাসান:
মুজিবর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থা ও অফিসার ইনচার্জ মহেশখালী থানার আয়োজনে মহেশখালীতে প্রথমবারের অনুষ্ঠিত হল উপজেলা কাবাডি লীগ-২০২১।
২৩ মার্চ সকাল ১১টায় মহেশখালী পৌরসভাস্থ জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে কাবাডি লীগের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মাহফুজুর রহমান ৷
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এম আশরাফুল আজিজ সুজনের সঞ্চালনায়, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মহেশখালী সার্কেল, মোঃ জাহেদুল ইসলাম ৷
এতে আরও উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, উপজেলা ক্রীড়া সংস্থার সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক, ক্রীড়াবিদ সাইফুল ইসলাম রায়হান,উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আ ন ম হাসান প্রমুখ।
উল্লেখ্য যে, কাবাডি লীগে মোট আটটি ক্লাব অংশগ্রহণ করেন।