মহেশখালী প্রতিনিধি
চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের আওতাধীন মহেশখালী রেঞ্জের শাপলাপুর বিটে চুরাই গাছ উদ্ধার করতে গিয়ে শাপলাপুর বিটে কর্মরত মোঃ মমতাজ মিয়া নামের একজন ফরেস্টার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।
জানা যায়, গতকাল ৩ ই জুলাই(বৃহস্পতিবার) রাত সাড়ে বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা রেঞ্জ অফিসার সুলতানুল আলম চৌধুরীর নির্দেশে শাপলাপুর বিটের মৌলভীকাটায় চুরাইকৃত পাহাড়ি সেগুন গাছ উদ্ধার করতে যায় গুরুতর আহত মমতাজ সহ কয়েকজন ফরেস্টার। একপর্যায়ে গাছ চোরাকারবারির সাথে জড়িত দুর্ভিত্তরা তাদের উপর গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে পড়ে মমতাজ।
এরপর তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। তার পা থেকে দুটি বুলেট বের করা হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন আছেন।
পরবর্তীতে উপজেলা রেঞ্জ অফিসার সুলতানুল আলম চৌধুরী নিজেই ফরেস্টার বিট অফিসার ইব্রাহিম রাজিব এবং বেশ কয়েকজন বনকর্মী সাথে নিয়ে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৩ টুকরো সেগুন গাছ তথা ৩৩.০৬ ঘনফুট গাছ উদ্ধার করেন।
এই বিষয়ে রেঞ্জ অফিসার সুলতানুল আলম চৌধুরী জানান,
“আমরা আট টুকরো সেগুন গাছ উদ্ধার করেছি। বাকি গাছগুলো উদ্ধারে আমাদের অভিযান চলমান রয়েছে। বনদস্যুরা যতই শক্তিশালী হোকনা কেন,পাহাড়ি গাছ কর্তন এবং গুলাগুলিতে জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবেনা।
তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক মামলার প্রস্তুতি চলছে।”