মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি)::
দ্বীপ উপজেলা মহেশখালীর মাইজপাড়া এলাকার মোহাম্মদ সোহেল (৩০) নামের এক যুবক নিজ বতসবিঠায় সুপারি গাছ কাটার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
সে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা জিয়াবুল করিমের ৩য় পুত্র।
ঘটনাটি ঘটেছে আজ ২৫ আগস্ট (বুধবার) বিকাল ৪ টার সময়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে নিহত সোহেল সুপারি গাছটি কেটে ফেলতে দায়ের কুপ দিলে গাছের সাথে লাগায়ো বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগে। সাথে সাথেই সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানিয়রা উদ্ধার করে পাশ্ববর্তী চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত্যুর বিষয়টি আমাদের প্রতিনিধিকে নিশ্চিত করেন, স্থানিয় ৩ নং ওয়ার্ড মেম্বার মাওলানা আবুল কাসেম ও নিহতের চাচা উপজেলা বিএনপি নেতা এখলাছুর রহমান। নিহতের চাচা জানান, বৃষ্টির হলে বাড়ির কিছু গাছ কাটার সময় বিদ্যুতের শর্ট লেগে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফের কাছে জানতে চাইলে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।