আ ন ম হাসান:
মহেশখালী উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের আয়োজনে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ৷
বুধবার (২৭ এপ্রিল) পৌরসভাস্থ অহনা কনভেনশন হলে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয় ৷
মহেশখালী উপজেলার বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মহেশখালী পৌরসভাস্থ অহনা কনভেশন হলরুমে অনুষ্ঠিত দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শাহাজান চৌধুরী বলেন, দেশে এখন গণতন্ত্র নেই ৷ কেউ সত্য কথা বলতে সাহস করেনা আর ৷ অন্যায় অবিচারের কথা বললেই জেল জুলুম পোহাতে হয় ৷ যতই জেল জুলুম অত্যাচার নেমে আসুক না কেন, দেশনেত্রীর হাতকে শক্তিশালী রাখতে আমরা সবসময় ঐক্যবদ্ধ আছি, থাকবো ইনশাহ আল্লাহ ৷ এসময় তিনি বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর নিকট দোয়া কামনা করেন ৷
মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না, সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী, সহ-সভাপতি এড. নুরুল আলম, দফতর সম্পাদক ইউসুপ বদরী, জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, জেলা যুবদলের সভাপতি এড. সৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এড. মো. ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসাইন রিপন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান -সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা।