মোঃ শাহজাহান আরিফ: নিজস্ব প্রতিবেদক (হোয়ানক)
কক্সবাজারের মহেশখালীর হোয়ানকে অবৈধ দখলদারি সরকারি জমি উচ্ছেদ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত হোয়ানক কেরুণতলি রেঞ্জের সহকারী কর্মকর্তা ইউসুফ উদ্দিন (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন।
উল্লেখ্য যে গত ৩০ ই জুলাই (বৃহস্পতিবার) হোয়ানক কেরুণতলি রেঞ্জের সহকারী কর্মকর্তা ইউসুফের নেতৃত্বে সরকারি উপকূলীয় বন বিভাগের করইবুনিয়া নামক সংরক্ষিত বনাঞ্চলে স্থানীয় ভূমিদস্যুদের পানের বজর স্থাপনে বাধা দিলে তাদের উপর অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে নাটকিয়ভাবে দু’জন নামে মাত্র আহত হলেও ইউসুফ মারাত্মকভাবে আহত হয়।
চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকাল ৬:১০ মিনিটে তিনি মৃত্যু বরণ করেন। ইউসুফের বড় ভাই মিরকাসেম তার ভাইয়ের মৃত্যুর খবরটি দেন। এতে বনকর্মকর্তা সুলতান আহমদ চৌধুরী তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন। মৃত ইউসুফের বাড়ি কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়নে উত্তর মগডেইলে বলে জানা যায়।