প্রিয় মহেশখালীবাসী
আস্সালামু আলাইকুম
আগামীকাল পবিত্র ঈদুল ফিতর। এই উপলক্ষে মহেশখালীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সাম্য, মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারো এসেছে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। তবে এবারের ঈদ পালন করতে হবে সম্পুর্ণ ভিন্ন পরিস্থিতিতে, অচেনা আমেজে। মহামারি করোনা সংক্রমন রোধে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখেই এবার ঈদের আনন্দ উপভোগ করবো। ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে যেন সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়টি ভুলে না যাই, সেদিকেও সকলকে খেয়াল রাখতে হবে।
সবার প্রতি অনুরোধ করে বলেন বিশ্বের করোনা ভাইরাসের কারণে দুরত্ব বজায় রেখে ঈদের নামাজ শেষে, যার যার পরিবার বর্গের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করার জন্যও বলেছেন।পরিশেষে সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।