মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউপিস্থ ৫নং ওয়ার্ড চিকনীপাড়া বাজারে ওয়ার্ড শ্রমিক লীগ সহ-সভাপতি রেজাউল করিমের উপর সন্ত্রাসী হামলা হয়।
ঘটনাটি ঘটেছে আজ ২৫ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২ টায়। আহত শ্রমিক লীগ নেতা রেজাউল করিম সাংবাদিক মিছবাহ উদ্দীন (আরজু)’র বড় ভাই।
এলাবাসির সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে চিকনীপাড়া বাজারের জায়গা জমি নিয়ে রেজাউল করিমের বাপ চাচাদের সাথে মামলা মোকাদ্দামা চলছে একই এলাকার আবদুল খালেকের বর পরিবারের সাথে।
কোর্টে মামলার রায় পায় রেজাউলের বাপ চাচাগণ। ঘটনারদিন উক্ত জায়গায় ৩য় পক্ষ হয়ে বেআইনিভাবে দোকান ঘর নির্মাণ করতে আসে একই এলাকার হোছাইন আলির উগ্র পুত্র সন্ত্রাস ফারুক (২৫) উরফে (গুরাইয়া)। সাথে সাথে রেজাউল করিমের চাচা মাওঃ মনিরুল আলম স্থানিয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করলে; পুলিশ সরে জমিনে এসে তদন্ত করে দোকানঘর নির্মাণ করতে বারণ করে। এসময় পুলিশ তার কাছে ঠিকানা জানাতে চাইলে সে মিথ্যা পরিচয় দেয়! তখন পুলিশের কাছে রেজাউল তার আসল পরিচয়টা তুলে ধরে।
পুলিশ তদন্ত শেষ করে চলে যাওয়ার পর রেজাউল বাড়ির দিখে চলে আসার সময় পথি মধ্যে হঠাৎ পেছন থেকে ধারালো লোহার রড দিয়ে সন্ত্রাসী কায়দায় উগ্র মাদকসেবী ফারুক রেজাউল করিমের পিঠে মারাত্মক আঘাত করে। উপস্থিত জনতার আশ্রয়ে সে প্রাণে বেঁচে যায়!
এ ব্যাপারে রেজাউল করিমের পরিবার কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এস আই কিশোরের অনুপস্থিতে ক্যাম্পের এ এস আই রিপনকে অভিযোগ করলে সে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দেয় বলে জানান।
উক্ত হামলার সঠিক বিচার চান রেজাউল করিমের পরিবার, ইউনিয়ন ও ওয়ার্ড শ্রমিক লীগ নেতৃবৃন্দ।