মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী পৌরসভার উত্তর ঘোনা পাড়ায় নিজেদের পৈত্রিক জমি ঘেরাবেড়া দিতে গেলে ভাটাটিয়াদের হামলায় নারী সহ ৩জন আহত হয়েছে।
সোমবার সকাল ১১ টায় পৌরসভার ঘোনা পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সুত্রে জানা যায়, ঘোনা পাড়ার মৃত আব্দুল জাব্বারের পুত্র আবুল হোসেন (প্রকাশ)বাশি তাদের পৈত্রিক ভাবে পাওয়া ৩৪ কড়া জমি অবৈধ ভাবে ভোগ দখলে নিতে চাই স্থানীয় মৃত আবুল হোছন প্রকাশ ভেন্ডার পুত্র ডাঃ আব্দুল রহিম গংরা।
এই জমির বিষয় নিয়ে গত ১ বছর ধরে উপজেলার বিভিন্ন স্থানে সালিশী বৈঠক হয়। সবশেষ বৈঠকে বাশি গংরা জমির তাদের পক্ষে রায় ফেলে আব্দু রহিম গংরা বেপরোয়া হয়ে উঠে ওই জমিটি দখলে নিতে।
সর্বশেষ সোমাবার সকাল ১১টায় ডা: আব্দু রহিমের নেতৃত্বে একরাম, সাদ্দাম হোসেন, আব্দুল হাকিম সহ ভাড়াটিয়া ১০ থেকে ১২ জন লাটিয়াল বাহিনী জমির মালিকদের উপর হামলা চালায় এসময় তাদের হামলায় নারীসহ ৩ জন আহত হয়।
আহত হলেন নুরু মাঝি (৪২), তার স্ত্রী মাবিয়া বেগম (৩৪) বাশির পুত্র সফিউল আলম(১৮) । স্থানীয়রা উদ্ধার করে তাদে কে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করে।
এব্যপারে মহেশখালী থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল পরির্দশন করেন মহেশখালী থানার এসআই আকবর তিনি জানান, এবিষয়ে এজাহার পেয়েছি তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।