নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী দ্বীপ উপজেলার মাতারবাড়ী উত্তর সিকদার পাড়া গ্রামের মসজিদের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ ২৮ শে অক্টোবর বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় উক্ত ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেন।
নিহত দুই শিশুসন্তান হলো স্থানীয় উত্তর সিকদার পাড়া গ্রামের আলী আজগরের কন্যা সালমা (৬) ও জাহাঙ্গীর আলমের কন্যা নাহিয়া (৪)।
স্থানীয়দের বরাত দিয়ে বায়তুল মামুর নামের এক শিক্ষার্থী মুঠোফোনে জানায়, বুধবার দুপুর নাগাদ দুই জনে হাতা-পা পরিস্কার করতে স্থানীয় মসজিদের পুকুরের সিড়িঁতে যায়। এতে পুকুরের সিড়িঁতে পা পিছলে সালমান পানিতে পড়ে গেলে সঙ্গে থাকা সহপাঠী নাহিয়া তুলতে চেষ্টা করলে দু-জনেই পানিতে ডুবে যায়।
পরিবার সূত্রে নিখোঁজ হওয়ার খবর জানাজানি হলে বিকালে স্থানীয় মসজিদের পুকুরে ২ জনের দেহ ভেসে ওঠে। তাঁদের পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁদের মৃত্যু নিশ্চিত করেন।