নিজস্ব প্রতিবেদক:
মহেশখালী উপজেলার মাতারবাড়ী নয়াপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধে স্থানীয় শালিশের মাধ্যমে বিচার মীমাংসা পরবর্তীতে ভূয়া উকিল নোটিশ প্রেরণ করে ন্যায় বিচারে বাঁধা।
মাতারবাড়ী নয়াপাড়ার মোহাম্মদ সিজাদ পিতা নুর মোহাম্মদ এবং কবির হোসেন প্রকাশ বানুর মধ্যে জমি সংক্রান্ত বিরোধে স্থানীয় সালিশের মাধ্যমে মীমাংসার জন্য উভয় পক্ষ একমত হয়ে স্থানীয় গণ্যমান্য ৫ জন ব্যাক্তিকে সালিশ কার মান্য করে ক্ষমতা পত্র প্রদান করেন।
উক্ত বিচারের মাতারবাড়ীর স্থানীয় সালিশকার গণ হলেন, ১. আজিম উদ্দিন ২. কামাল হোসাইন ৩. কাইছারুল ইসলাম ৪. মাহবুবুর রহমান ও ৪. আলী হোসেন। সালিশকার গণ উভয় পক্ষের বিরোধীয় জমি পরিমাপ করে যথাযথ পদ্ধতি অবলম্বনে সালিশী রায় গত ৭ সেপ্টেম্বর ২০২০ ইং -এ প্রদান করেন এবং জমি দখল আমল বুঝিয়ে দেন।
পরদিন ৮ এ সেপ্টেম্বর ২০২০ইং তারিখ জনাব মোস্তাক আহামদ এডভোকেট জেলা জজ আদালত কক্সবাজার হতে বর্ণিত সালিশিগণ বরাবর উকিল নোটিশ প্রেরণ করেন। উক্ত উকিল নোটিশ দৃষ্টে দেখা যায় নালিশী জমি সংক্রান্তে সহকারী জজ আদালত মহেশখালী আদালতে অপর ১২০/২০২০ইং মামলা রুজু করা হইয়াছে।
উক্ত উকিল নোটিশ সালিশিগণের সন্দেহ হইলে, উক্ত আদালত হতে ০৯ সেপ্টেম্বর ২০২০ইং তারিখে একটি সংবাদ গ্রহণ করা হয়। উক্ত সংবাদে ১২০ নং হয়নি এবং অদ্য বধি ৯৪ টি মামলা রুজু আছে সংবাদ প্রদান করেন।
এতে সালিশকারদের সন্দেহ হয় যে, সালিশের ২য় পক্ষ রায় বাস্তবায়নের বিপক্ষে ষড়যন্ত্র সহ প্রতারণার আশ্রয়গ্রহণ করেছে। তাই সালিশকারগণ বিষয়টি তে যথাযথ কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।
যথাযথ কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা কারি সালিশকার গণ যথাক্রমে —
১. আজম উদ্দিন (০১৭৬৬৪৩০৮৬১)
২. কামাল উদ্দিন (০১৮১৬৫১৮৩৪০)
৩. কাইছারুল ইসলাম (০১৭৪০৮০২৬৬৮)
৪. মাহবুবুর রহমান (০১৭৪০৮০২৬৬৮)
৫. আলী হোসেন (০১৭৪৩৯৯০৪০৪)