নিজস্ব প্রতিবেদক
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র, ক্রীড়া সংগঠক ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী নানান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে মহেশখালী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাইফুল ইসলাম সভাপতিত্বে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস পাল সসঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশেক উল্লাহ রফিক, এবং আরো উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া, জেলা আওয়ামিলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমান বিএ ও উপজেলায় কর্মরত কর্মকর্তা বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আশেক বলেন, শেখ কামাল ছিলেন আমাদের সম্পদ৷ তিনি একাধারে ছিলেন ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক কর্মী, মুক্তিযুদ্ধের সংগঠকসহ দেশের জন্য তার কাজ ছিলো অতুলনীয়। শেখ কামাল যদি আজ বেঁচে থাকতেন তাহলে হয়তো বাংলাদেশ আরো এগিয়ে যেতো৷ কিন্তু ১৯৭৫ সালে মোশতাকের ষড়যন্ত্রে জাতির পিতার পরিবারের সাথে কামালও শাহাদাত বরণ করেন৷ তার আদর্শ আজীবন অনুসরণীয় হয়ে থাকবে।