মিছবাহ উদ্দীন আরজু (মহেশখালী)
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নে গভীর রাতে অভিযান চালিয়ে ৪৫ পিচ ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।
সূত্র জানায়, ১১ জুলাই (শনিবার) রাত ১১টা ৩০ মিনিটের দিকে মহেশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ দিদারুল ফেরদৌসের নির্দেশনায়, কালারমারছড়া পুলিশ ক্যাম্পের নবাগত এস আই রুহুল আমিনের সহযোগীতায় উক্ত অভিযান পরিচালিত হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন কালারমারছড়া পুলিশ ক্যাম্পের এ এস আই সাইফুল ইসলাম ও তার টিম।
কালারমারছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ মাইজপাড়া গ্রাম হতে গোপন সংবাদের ভিত্তিতে ইউপি সদস্য আবুল কাসেমের অফিসের পাশ থেকেই ইয়াবা বিক্রির প্রস্তুতির সময় আটক করা হয় তাকে।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল মান্নান (৩৫)। তিনি উক্ত গ্রামের স্থানীয় বাসিন্দা শামসুল আলমের পুত্র এবং অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের ভাতিজা।
স্থানীয় ৩ নং ওয়ার্ড মেম্বার মাওঃ আবুল কাশেম-এর সূত্রে জানা যায়, এর আগেও মাদক এবং ইয়াবা মামলায় দুইবার জেলে ছিলেন আটককৃত আব্দুল মান্নান। রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি খাটিয়ে ছাড়া পেয়ে যান জেল থেকে।
এ বিষয়ে মহেশখালী থানার অফিসার ইনচার্জ দিদারুল ইসলাম বলেন, ইয়াবা এবং মাদক ব্যাবসার সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবেনা। মাদক এবং ইয়াবাবিহীন উপজেলা বিনির্মাণে আমাদের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে।