মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী:
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঐতিহ্যবাহী ক্রীড়া,সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন নবদূত ক্লাবের পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছেন জনাব মাষ্টার শফিউল আলম।অন্য উপদেষ্টারা হলেন আবু রাশেদ মুঃফয়সল,জাহেদুল করিম হিরণ,শাহেদুল হক শিমুল,দেলোয়ার হোসাইন সাঈদী।
কার্যকরী পরিষদের নির্বাচিতরা হলেনঃ-
১.মোহাম্মদ আলাউদ্দিন -সভাপতি
২.এনামুল হক ইমন-সহ সভাপতি
৩.এস,এম,এরফানুল হক তারেক-সাধারণ সম্পাদক
৪.মুনতাসির মামুন-সহ সম্পাদক
৫.রুহুল আমিন-সাংগঠনিক সম্পাদক
৬.লুৎফুর রহমান-প্রচার,প্রকাশনা ও তথ্য বিষয়ক সম্পাদক
৭.নূরুল মোস্তফা জুয়েল-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
৮.কামরুল হাসান-অর্থ সম্পাদক
৯.আনিছুল ইসলাম ছোটন-সমাজসেবা ও দূর্যোগ বিষয়ক সম্পাদক
১০.সাইফুল্লাহ খালেদ-দপ্তর সম্পাদক
১১.নূরুল কদির-নির্বাহী সদস্য
১২.আ,ন,ম,মোর্শেদ-নির্বাহী সদস্য
১৩.দোস্ত মোহাম্মদ -নির্বাহী সদস্য