মিছবাহ উদ্দীন (আরজু), মহেশখালী:
মহেশখালী থানার নবাগত ওসি দিদারুল ফেরদৌসের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ৮ জুলাই (বুধবার) রাত ৯টার সময় নেতৃবৃন্দরা থানা গিয়ে এই শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেনঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা দক্ষিন শাখার পক্ষ থেকে- সভাপতি হাফেজ মাওলানা সাদেক মোস্তফা জসিম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক মাওলানা মোস্তাফিজুর রহমান।
ইসলামী যুব আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে- সভাপতি মোহাম্মদ খাইরুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা শাহজাহান চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আশেক উল্লাহ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার পক্ষ থেকে- কক্সবাজার জেলা শাখার দপ্তর সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ আলা উদ্দিন, উপজেলা সভাপতি জনাব এইচ এম বাইতুল্লাহ মাসুদ, প্রচার সম্পাদক জনাব রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব মোহাম্মদ আরফাতুর রহমান খোকন সহ সংগঠনের সকল নেতাকর্মীগন।
নেতৃবৃন্দরা আশা কামনা করে বলেন, একজন সৎ ও মহৎ ব্যক্তি মহেশখালী থানায় যোগদান করায় আমরা আনন্দিত। আশা করছি, মহেশখালী থানার অর্ন্তভুক্ত সর্বস্তরের জনগন সুখে শান্তিতে থাকতে পারবেন। পাশাপাশি অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়ে যাবে। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি।
ওসি ফেরদৌস জানান, মহেশখালীর আইন শৃঙ্খলা ঠিক রাখতে প্রতি মুহুর্তে পুলিশ সঠিক ভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেনে।