নিউজ ডেস্ক:-
পুলিশ পরিদর্শক দায়িত্বে মোহাম্মদ দিদারুল ফেরদৌস মহেশখালী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করায়। ১ লা জুলাই ২০২০ আনুষ্ঠানিক ভাবে তাকে বরণ করে নেওয়া হয়। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর মহেশখালী থানা থেকে প্রস্তান হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানায় দায়িত্বে বদলি হন।
এ সময় ওসি (তদন্ত) পুলিশ পরিদর্শক বাবুল আযাদ সহ পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নবাগত ওসিকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
জানা গেছে, মোহাম্মদ দিদারুল ফেরদৌস সর্বশেষ তিনি কুতুবদিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে মহেশখালী থানায় বদলি হয়ে আসেন। ডিবিসহ পুলিশের বিভিন্ন স্থানে সুনামের সহিদ দায়িত্ব পালন করেন। মহেশখালী প্রতি ইউনিয়নে আইন শৃংখলার সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নির্ধারনী দায়িত্ব পালকে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।