আ.ন.ম হাসান
ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মহেশখালী পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডের মহিলাদের নিয়ে উঠান বৈঠকের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মহিলা সংস্থার তথ্য আপা ৷
উঠান বৈঠকে নারীদের ক্ষমতায়ন, বাল্য বিবাহ প্রতিরোধ, নারী নির্যাতন, বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা সহ নানান প্রশ্নের উত্তর দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই ৷
উঠান বৈঠকে আলোচনায় উপজেলা নির্বাহী অফিসার বলেন-
আমি এই পৌরসভায় বেশ কয়েকটি বাল্যবিবাহ বন্ধ করি ৷ কিন্তু অনেক সময় আমাদের কাছে খবর আসেনা ৷ অনেকেই আমাদেরকে ভয়ে তথ্য দিতে চাইনা ৷
আপনারা আমাদেরকে নিজেদের লোক মনে করে যে কোন সময় তথ্য দিয়ে সহযোগীতা করবেন ৷
আপনারা আমার এবং অফিসার ইনচার্জের ফোন নাম্বারটি সেইভ করে রাখুন ৷
যখনই আপনাদের আশেপাশে নারী নির্যাতন, বাল্য বিবাহ, ইভটিজিং সহ নানান অসঙ্গতি চোখে পড়বে ৷ সাথে সাথে ফোন করে জানাবেন ৷
এসময় আরও উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব আ ন ম হাসান প্রমুখ ৷