সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ আওয়ামীলীগ মহেশখালী পৌর আওয়ামী লীগের আওতাধীন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৫ উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ৷ এতে সনজিত চক্রবর্তী সভাপতি এবং খোরশেদ আলম সাঃ সম্পাদক নির্বাচিত হয়েছেন ৷
উক্ত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিঃ সহ-সভাপতি এম আজিজুর রহমান (বিএ) ৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন -কক্সবাজার জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য, মহেশখালী পৌর আওয়ামী লীগের আহবায়ক, মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, সাংগঠনিক টিম প্রধান ও মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব এম ফোরকান (বিএ), উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক টিমের সদস্য সচিব মাষ্টার মুহাম্মদ রুহুল আমিন (এমএ), উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব শামসুল আলম, পৌর আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক এম রফিকুল ইসলাম (বিএ), প্রণব কুমার দে, পৌর ৯নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হক প্রমুখ ৷
ওয়ার্ড আওয়ামী লীগের নব-নির্বাচিত নতুন কমিটি আগামীতে দলকে উজ্জীবিত করার লক্ষ্যে নিরলস কাজ করবে বলে মনে করেন অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্থরের নেতৃবৃন্দ।