বাংলাদেশ আওয়ামী লীগ মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস গভীর শ্রদ্ধায় পালিত হয়েছে।
আজ ১৫ আগষ্ট শনিবার এই দিবস উপলক্ষ্যে খতমে কোরআন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এবং এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচীতে অংশ নেন জেলা পরিষদ সদস্য মাস্টার রুহুল আমিন, মহেশখালী উপজেলা আওয়ামী লীগ নেতা মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিএম ছমি উদ্দিন, সাধারণ সম্পাদক এস.এম আবু হায়দার,সাবেক চেয়ারম্যান ডাঃ কবির আহমদ, জেলা সেচ্ছাসেবকলীগের সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ কুতুব রানা, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি শত্তকত ইকবাল মুরাদ,
জেলা ছাত্রলীগের সাবেক নেতা কাইছারুল ইসলাম কায়েস,বঙ্গবন্ধু সৈনিক লীগ জেলা শাখার নেতা কামাল উদ্দীন,মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ মোহাম্মদ তৌকি, ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি আব্দুল আজিজ ও সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল কাদের, মজিদিয়া মাদরাসা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহরিয়া প্রমূখ।
এছাড়াও অসংখ্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নানান কর্মসূচী শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় উক্ত দোয়া মাহফিল মোনাজাত পরিচালনা করেন মিজানুর রহমান আল কাদেরী ।
নেতৃবৃন্দ আগস্টের শোককে শক্তিতে পরিনত করে ভবিষ্যতের কর্মকান্ড পরিচালনা করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।