এম.এ.কে রানা (মাতারবাড়ী)
মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের প্রধান সড়ক গুলোর মধ্যে বাংলাবাজার একটি অন্যতম সড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কের সাথে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র, সরকারি ও বেসরকারি অফিস ও বেশ কয়েকটি বাজারসহ গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানের সংযোগ রয়েছে।
সড়কের বিভিন্ন অংশে উঠে গেছে ইট কংক্রিট ফলে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, এ যেন সড়ক নয় এক খন্ড জলাশয়! উক্ত সড়ক দিয়ে হাঁটা চলা যেনো দায় হয়ে পড়েছে।
মাতারবাড়ী ইউনিয়নের সড়কের উপর পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে সড়ক পুকুরে পরিণত হলেও এতে নজর নাই সংশ্লিষ্টদের। সচেতন মহলের দাবী বর্তমানে সরকারের সু-নজরে থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিপুল উন্নয়নসহ বড় বড় মেগা প্রকল্প স্থাপনের কাজ চলমান থাকলেও এখনও পর্যন্ত প্রধান সড়কে কোন ধরণের সংস্কার না হওয়ায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পুকুরে পরিণত হয়।
স্থানীয়াদের অভিযোগ, মাতারবাড়ীর প্রধান সড়কের দু’পাশে পানি চলাচলের জন্য ড্রেনের ব্যবস্থা না থাকায় সড়কের উপর দিয়ে চলে পানি। ফলে বিশাল আকারে গর্তসহ ভেঙ্গে গিয়ে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো গ্রীষ্মকাল জুড়ে ময়লা আবর্জনার পানির উপর দিয়ে জনসাধারণসহ যান চলাচল করলেও বর্ষাকালে উক্ত সড়কে বৃষ্টির পানি জমেছে হাঁটু পরিমাণ। ফলে এই জলাবদ্ধতার কারনে সীমাহীন দুর্ভোগে পড়েছে সকল শ্রেণির নারী-পুরুষ। আর প্রধান সড়ক গুলো সংস্কারের জন্য বারংবার আবেদন নিবেদন করলেও সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তাই স্থানীয়রা সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এবিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ সাথে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে সংযোগ পাওয়া যায়নি।