মিছবাহ উদ্দীন আরজু, (নিজেস্ব প্রতিনিধি)::
মহেশখালী পৌর শহর গোরকঘাটা বাজারের রায়হান ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযানে, আমদানি নিষিদ্ধ ঔষধ মজুদ থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা যায়, ১৭ নভেম্বর (বুধবার) সন্ধ্যায় গোপন সাংবাদের ভিত্তিতে মহেশখালী পৌরসভাস্থ গোরকঘাটা বাজারে মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও ঔষধ প্রশাসন কক্সবাজার এর যৌথ অভিযান পরিচালিত হয়।
এই সময় রায়হান ফার্মেসীতে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ রেজিষ্ট্রেশন বিহীন ঔষধ মজুদ থাকায় তা জব্দ করা হয়।
Drug Act 1940 এর 18 A ধারা ভঙ্গের দায়ে ২৭ ধারা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত রায়হান ফার্মেসীর স্বত্বাধিকারী কুতুবউদ্দিন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।