মোঃ শাহজাহান আরিফ (হোয়ানক প্রতিনিধি)
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য কে ধরে রাখতে মহেশখালীর উপজেলার হোয়ানক বড় ছড়ায় আয়োজন করেন আলিফা হা-ডু-ডু (কাবাড়ি) খেলা। এতে হোয়ানকের প্রতিটি গ্রাম থেকে চল্লিশটির ও অধিক দল অংশগ্রহণ করেন। দর্শকদেরও ভীড় ছিল চোখে পড়ার মত।
গতকাল ১৬ অক্টোবর শুক্রবার রাত ০৯ টায় সবর্শেষ ফাইনাল হা-ডু-ডু খেলতে নেমে বানিয়াকাটা মরহুম ইসহাক বিএ স্মৃতি সংসদ লাল দল বানিয়াকাটা সবুজ দলকে দুই পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রপি জয় করেন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, জনাব মোঃ আশেক ইলাহী, সহকারী পরিচালেকের দায়িত্বে ছিলেন, সাবেক ইউপি সদস্য আলহাজ্ব নরুচ্ছফি, সাবেক ইউপি সদস্য জনাব আবুল কালাম, সিরাজ কামাল।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জনাব মোস্তাফা কালাম। বিশেষ অতিথি হিসাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে চেয়ারম্যান জনাব মোস্তাফা কামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা বাংলাদেশের জাতীয় খেলা কাবাড়ি কে ধরে রাখতে ও নতুন প্রজন্মের সাথে পরিচয়ে করিয়ে দেওয়ার জন্য টুর্নামেন্ট কতৃপক্ষ কে ধন্যবাদ জানিয়ে আরো বলেন, দেশের সুনাগরিক গড়ে তুলতে বিনোদনের কোন বিকল্প নেই।