মিছবাহ উদ্দীন আরজু:
দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালাগাজির পাড়ার বাসিন্দা, মরহুম ক্বারী মাওলানা আব্দুর রশিদ এর সন্তান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সাবেক সভাপতি ও হোয়ানক অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ সংস্থার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং “কালাগাজীর পাড়া নূরীয়া মোজহেরুল উলুম মাদ্রাসার সাবেক মুহতামিম মৌলানা শহীদুল্লাহ রশিদী (৭৫) গতকাল ১৭ এপ্রিল (রবিবার) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ইফতার কালীন সময়ে ইন্তেকাল করেছেন। [ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন]
এই প্রবীণ আলেমের ইন্তেকালে শোক জানিয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মহেশখালী (উত্তর শাখা)।
এক বার্তায়, ইসলামী যুব আন্দোলন মহেশখালী (উত্তর শাখা)’র সভাপতি হাফেজ মাওঃ ইব্রাহীম জানান- মহেশখালীবাসী একজন দক্ষ আলেম, সাহিত্যিক ও সংগঠক কে হারিয়েছেন। তিনি একজন মকবুল আলেম যার প্রমাণ হচ্ছে, মরহুমের শত শত ছাত্র হাফেজ ও আলেম হয়ে দেশ এবং দেশের বাহিরে দ্বীনি খেদমতে রয়েছেন। আমরা সকলেই দোয়া করি আল্লাহ তায়ালা যেনো মরহুমকে জান্নাতের উচ্চ মকাম দান করেন এবং তার পরিবারকে সবরে জামিল দান করেন।
উল্লেখ্য যে, মৃত্যু কালীন সময়ে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি ৮ মেয়ে ও ২ ছেলের জনক। ২ ছেলে ও ৮ মেয়ের জামাতা সকলেই আলেম। তিনি জামিয়া ইসলামিয়া পটিয়া (মাদ্রাসা) থেকে দাওরায়ে হাদিস পাস করার পর ফতোয়া বিভাগে সফলতার সহিত ২ বছর ইফতা সম্পন্ন করেন। তিনি কালাগাজির পাড়া মাদ্রাসায় ৮ বছর মুহতামিমের পদে অধিষ্ঠিত ছিলেন।
আজ ১৮ এপ্রিল (সোমবার) সকাল ১০:৩০ ঘটিকায় কালাগাজী পাড়া মাদ্রাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তার মৃত্যুতে জেলা ও উপজেলার বিভিন্ন মাদ্রাসার মুহতামিম ও আলেমরাসহ রাজনৈতিক ব্যাক্তিরা শোক জানিয়েছেন।