নিজস্ব প্রতিবেদক:
মহেশখালীতে আলহাজ্ব মাওলানা সোলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল ২৫ এপ্রিল (সোমবার) উপজেলার বড় মহেশখালী লাতুয়ার ডেইল গাউছিয়া জামে মসজিদ উক্ত ইফতারও দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি মনির বিন সোলতানের সভাপতিত্বে উক্ত এলাকার যুবক, মুরব্বি ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উক্ত ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
উপস্থিতি
মাওলানা সোলতান আহমদ মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির বিন সোলতান জানায়, আমার শ্রদ্ধেয় মরহুম আব্বাজান আলহাজ্ব মাওলানা সুলতান আহমদ ও শ্রদ্ধেয় শ্বাশুর মাতারবাড়ী তিতামাঝির পাড়ার কৃতিসন্তান মরহুম আলহাজ্ব আব্দুর রশিদ খাঁন এবং উক্ত এলাকার প্রয়াত মুরব্বীদের ইছালে সাওয়াব উপলক্ষে খতমে কোরআন, মিলাদ ও ইফতার মাহফিল সাফলতার সহীত সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ৷ মহান আল্লাহ মরহুম সকল মুরব্বীদেরকে জান্নাতের আলা মকাম দান করুন-আমীন৷