নিজস্ব প্রতিবেদক:
মাতারবাড়ি সড়কে ডাকাতির প্রস্তুতিকালে রুবেল নামের এক যুবক কে আটকের প্রতিবাদে তার নিঃশর্ত মুক্তি চেয়ে মানববন্ধন করেছে উত্তর নলবিলা এলাকাবাসী।
সোমবার (২৭ মার্চ) কালারমারছড়া উত্তর নলবিলা বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সব শ্রেণী পেশার শতশত মানুষের ব্যাপক গণজমায়েতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ এই মানববন্ধন থেকে দাবী করা হয় আটক মিজানুর রহমান রুবেল ষড়যন্ত্রের শিকার। তাকে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রের মাধ্যমে সম্প্রতি মাতারবাড়ি সড়কে ডাকাতির ঘটনায় তাকে জড়িয়ে আটক করিয়েছে।
মানববন্ধনে উপস্থিত বক্তারা আরো বলেন, রুবেল একজন নম্রভদ্র শান্ত ও শিক্ষিত ছেলে। এলাকায় তার সুনামের বেশ জনশ্রুতি রয়েছে। তবে রুবেলের পরিবারের সাথে কিছু ব্যক্তি মহলের বিভিন্ন দ্বন্দ্ব রয়েছে। কিন্তু রুবেল চারিত্রিকগত ভাবে ডাকাত শ্রেণির নয়। বক্তারা বলেন, বর্তমান মহেশখালী থানার পুলিশ প্রশাসনের সুনাম ক্ষুন্ন করতে পরিকল্পিত ভাবে রুবেলের মতো শান্তশিষ্ট যুবক কে ডাকাতির মামলায় ফাঁসিয়ে প্রশাসনের মান ক্ষুন্ন করার পায়তারা করছে। ডাকাতির ঘটনার সঠিক পুনঃতদন্তের দাবী জানিয়ে রুবেলের নিঃশর্ত মুক্তি চাওয়া হয়।
এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ব্যাংক কর্মকর্তা আলী আজগর, চালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নুরুল কাদের, উত্তর নলবিলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুল আলম, চিকিৎসক মো: পারভেজ, পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক তারেক মোহাম্মদ রায়হান, স্থানীয় ব্যবসায়ী নজরুল ইসলাম, নুরুল আবছার, আকতার কামাল, জাপান বড়ুয়া, জসিম উদ্দিন, স্থানীয় হাসান শরীফ রুবেল, ইমতিয়াজ আবেদিন রনি, হামিদুল হক সহ অনেকে।
এসময় রুবেলের পরিবার জানায়, রুবেলকে ষড়যন্ত্রমূলক ভাবে আটকের ঘটনায় একই ভাবে রুবেলের অপর ছোট ভাই জুয়েল কেও জড়ানো হয়েছে। জুয়েল শারীরিক ভাবে প্যারালাইসি রোগী, দীর্ঘদিন সে ভারতে চিকিৎসা শেষ দেশে ফিরেছে। সে শারীরিক ভাবে চলাফেরা করতেও অক্ষম বলে দাবী করা হয়।
উল্লেখ যে, গত শনিবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে মাতারবাড়ি সড়ক থেকে দুইজনকে গ্রেফতার করেছে। তাদের একজন মিজানুর রহমান রুবেল ও অপরজন এনামুল হক। তারা উভয় কালারমারছড়া উত্তর নলবিলা দরগাহ ঘোনা এলাকার বাসিন্দা।