মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে দীর্ঘদিন ধরে সুনামের সাথে চিকিৎসা সেবা দেওয়া ও করােনাকালীন সম্মুখ সারির যােদ্ধা ডাঃ আনিসুল ইসলামের
বিরুদ্ধে “মাতারবাড়ীতে চলছে সেবা নামে গলাকাটা বাণিজ্য” শিরােনামে কিছু অখ্যাত, ভুয়া, অনলাইন পেইজে মানহানিকর যে সংবাদ প্রকাশিত হয়েছে তা নিয়ে ইত্যিমধ্য সামাজিক যােগাযােগ মাধ্যমে থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, কিছু ষড়যন্ত্রকারী মহল ডাঃ আনিসুল ইসলামের চিকিৎসা সেবা সহ্য করতে না পেরে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা,বানােয়াট ,ভূয়া তথ্য
ও তার চিকিৎসা সেবা বন্ধ করতে মােটা টাকার মিশনে নেমে এই রকম একটা মানহানিকর সংবাদ পরিবেশন করেছে। যা ইত্যিমধ্য বিভিন্ন সামাজিক যোগাযাগ
মাধ্যমে তীব্র নিন্দা ঝড় উঠেছে। অথচ তিনি বিগত ও করােনাকালীন সময়ে
কয়েক বছর ধরে মাতারবাড়ির নতুন বাজার সিএনজি ষ্টেশন সংলগ্ন পপুলার ফার্মেসির একটি ছােট কক্ষে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। তার চিকিৎসা সেবায় সাধারণ রােগীর চাপ বেশি হওয়ায় এবং রােগীদের সেবা আর উন্নত ও প্রসারিত করতে মাতারবাড়ী নতুন বাজার
সিএনজি স্টেশন সংলগ্ন ফুলকলির ২য় তলায় অবস্থিত।
হাজী ইসলামি শপিং সেন্টার একটি চেম্বার খুলে সুনামের সহিত চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এদিকে তার চিকিৎসা সেবার সাফল্য ঈর্ষার্বিত হয়ে
কিছু ক্রুচক্রিমহল তার বিরুদ্ধে গলাকাটা বাণিজ্য, ফার্মেসীতে কমিশন ভিত্তিতে ওষুধ বিক্রি, প্রধান রোগ নির্ণয় ও নিজস্ব পরীক্ষা যেমন (ব্লাড পেসার, তাপ
মাত্রা, নাড়ীর গতি, ওজন) এ সম্পর্কে তার ধারণা নেই বলে অপ-পচার করে।
এছাড়াও তার ব্যক্তিগত বৈবাহিক জীবনের ৩ বছর তারা সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করলে পরের বছর পারিবারিক কলেহের জেরে আদালতের মাধ্যমে প্রথম স্ত্রীকে তালাক দিয়ে ইসলামী শরিয়ত মােতাবেক ২য় বিবাহ করেন। তাতেও কুচক্রি মহলের বিপত্তি ঘটে নারী হয়রানি অভিযােগ এনে যে মিথ্যা বানােয়াট ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে রােগী থেকে সাধারন মানুষ ও সচেতন মহলের কাছে উক্ত ভিত্তিহীন ভানােয়াট অসত্য সংবাদে কাউকে বিভ্রান্তি না হওয়ার অনুরোধ করেন সচেতন মহল।