প্রেস বিজ্ঞপ্তি
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাতারবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের মাস ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগ মাতারবাড়ি ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ শাহরিয়ার নেতৃত্বে মাতারবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) বিকাল ২ ঘটিকার সময় মাতারবাড়ি উচ্চ বিদ্যালয় এবং রাজঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা করা হয়।
উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক দিদারুল ইসলাম রুবেল, ও মাতারবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আমজাদ হোছাইন, মাতারবাড়ি ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুজন মোঃ দিলু ভাই, আওয়ামীলীগ নেতা আকতার হোছাইন টুডু মাঝি, কামাল হোসেন, মাতারবাড়ি ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম এবং মাতারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন ওয়ার্ডের অসংখ্য নেতা কর্মীগণ।