দ্বীপ নিউজ ডেস্কঃ-
মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে এক অজ্ঞাত ভারসাম্যহীন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মাতারবাড়ি সিএনজি স্টেশন সংলগ্ন রশিদ মার্কেটের আউটডোরে তিনি মারা যান। পরিচয় সনাক্ত করতে না পারায় এই বৃদ্ধের লাশ দাফন করছেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।
ইউপি চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ জানানঃ- ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কয়েকদিন মাতারবাড়ি সিএনজি স্টেশন ও আশেপাশের এলাকায় ঘুরাঘুরি করতে দেখে স্থানীয়রা। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরেফিরে রাতে সিএনজি স্টেশন সংলগ্ন বিভিন্ন মার্কেটের আউটডোরে ঘুমাতো। এর মধ্যে আজ রশিদ মার্কেটে তিনি মারা যান।
মৃত্যুর পর বিভিন্নভাবে ওই বৃদ্ধের পরিচয় সনাক্তের চেষ্টা করা হয়। তবে পরিচয় পাওয়া যায়নি। তাই থানার পুলিশ পরামর্শ মতে লাশটি দাফনের উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস বলেনঃ-পরিচয় সনাক্ত না হওয়ায় চেয়ারম্যানকে ওই অজ্ঞাত বৃদ্ধের লাশটি যথাযথ মর্যাদায় দাফন করতে বলা হয়েছে।